ক্যাভিটি ওয়ালের সুবিধাগুলাে নিম্নরূপঃ
১। যেহেতু ওয়াল টাই (wall tie) ছাড়া অন্তঃস্থ এবং বহিঃস্থ দেওয়ালের মধ্যে কোথাও সংযােগ নেই, তাই বাহিরের দেওয়াল অতিক্রম করে আর্দ্রতা ভিতরের দেওয়ালে প্রবেশ করতে পারে না।
২। ক্যাভিটির বাতাস কুপরিবাহী হিসাবে কাজ করে বলে বাহিরের দেওয়াল থেকে রুমের ভিতরে তাপ সঞ্চালন খুবই কম হয়। তাই নিরেট দেওয়ালের তুলনায় ফাপা দেওয়ালের ২৫% তাপ নিরােধক ক্ষমতা বেশি ।
৩। ক্যাভিটি ওয়াল এর উত্তম শব্দ নিরােধক গুণাবলি রয়েছে।
৪। এটা আর্থিক সাশ্রয়কারী।
৫। ক্যাভিটির জন্য কাঠামাের লােড হ্রাস পায়। ফলে ভিত্তির উপর লােডের পরিমাণ কমে যায়।
৬। যেখানে জলবায়ুর তীব্রতা খুব বেশি থাকে। যেমন- সমুদ্রের উপকূলে, গ্রীষ্ম মণ্ডলীয় এলাকায় অথবা যেখানে প্রবল বর্ষা হয়। সেখানে প্রাকৃতিক দুর্যোগের হাত হতে রক্ষা পাওয়ার জন্য এ দেওয়াল নির্মাণ সুবিধাজনক।
সীমাবদ্ধতা বা অসুবিধাঃ
১। ওয়াল টাই মরিচা পড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
২। ক্যাভিটি ওয়াল তৈরি করতে দক্ষ শ্রমিকের প্রয়ােজন হয়।
৩। ক্যাভিটির মধ্যে অনেক সময় সাপ, তেলাপােকা, মশা-মাছি, ইঁদুর ইত্যাদি ক্ষতিকারক প্রাণী প্রবেশ করতে পারে।
৪। দরজা জানালার ফাকার উপরে ও নিচে বিশেষ ব্যবস্থার মাধ্যমে ডি. পি. সি. প্রয়ােগ করতে হয়, ফলে নির্মাণ ব্যয় বেড়ে যায়।
৫। কম পুরুত্বের দেওয়ালের ক্ষেত্রে ক্যাভিটি ওয়াল প্রদান করা সম্ভব নয়।
৬। নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে অনেক বেশি।
ক্যাভিটি ওয়ালের সাধারণ বৈশিষ্ট্য (General features of cavity wall)
ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য। এই পোস্ট টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।